কোচবিহারের বাইসন আতঙ্ক। বাইসনের আক্রমণে গত কয়েকদিনে ৮ জন জখম হয়েছেন। এবার বাইসনের আক্রমণে মৃত্যু হল ব্যক্তির। মৃতের নাম বীরেন বর্মণ। বয়স ৫৯ বছর।
জানা গিয়েছে, কোচবিহার ১ নম্বর ব্লকের বাসিন্দা ওই ব্যক্তি ফুল তুলছিলেন। সেই সময় একটি বাইসন তাঁকে আক্রমণ করে। জখম অবস্থায় ওই ব্যক্তিকে কোচবিহার মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ইতিমধ্যেই বনদফতর বাইসন উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। দফতর সূত্রে জানা গিয়েছে, স্থানীয়রা দুটি বাইসন দেখতে পেয়েছেন। কর্মীরা বাইসন দুটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছে। সরকারের পক্ষ থেকে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে।