আগামী দু'বছরের জন্য রাজ্য পুলিশের ডিজি(Director General of Police West Bengal) হলেন মনোজ মালব্য(Manoj Malviya)। এতদিন তিনি অস্থায়ী ডিজির(DG) দায়িত্ব সামলাচ্ছিলেন।
মঙ্গলবার নবান্নের(Nabana) তরফে বিজ্ঞপ্তি জারি করে স্থায়ী ডিজি(DG) হিসেবে নিযুক্ত হওয়ার খবর ঘোষণা করা হয়। সেখানেই জানানো হয়, আগামী দু'বছরের জন্য স্থায়ী ডিজির(DG) দায়িত্ব সামলাবেন তিনি।
১৯৮৬ ব্যাচের আইপিএস(IPS) অফিসার মনোজ(Manoj Malviya)। বীরেন্দ্রর(DH Virendra) মেয়াদ শেষ হওয়ার পর স্থায়ী ভাবে ওই পদে নিয়োগ করা হয়নি। তবে সম্প্রতি মনোজ, বিবেক সহায়, সুমন বালা সাহু, অধীর শর্মা, গঙ্গেশ্বর সিংহ, নীরজনয়ন পান্ডে—এই ছ’জনের নামের একটি তালিকা নবান্নের(Nabanna) তরফে কেন্দ্রের কাছে পাঠানো হয়। রাজ্যের পাঠানো ওই নামের তালিকা পর্যালোচনা করে দেখেই মনোজের নিযুক্তিতে সায় দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাতেই স্থায়ী ভাবে রাজ্যের ডিজি(DG of West Bengal) হিসেবে দায়িত্ব পেলেন তিনি।
এর আগে রাজ্যে স্থায়ী ডিজি ছিলেন বীরেন্দ্র(DH Virendra)। গত আগস্ট মাসে তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পর অস্থায়ীভাবে ডিজির(DG) দায়িত্ব নেন মনোজ(Manoj Malviya)। কেন্দ্রীয় অনুমোদনের পর তাঁকেই স্থায়ী পদে অভিষিক্ত করা হল।