পূর্ব রেলের আসানসোল ডিভিশনে বাতিল একাধিক ট্রেন। এর জেরে শনি ও রবিবার সমস্যায় পড়তে পারেন যাত্রীরা। ট্রেন বাতিলের পাশাপাশি একাধিক ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে মদনকাটা ও জোরামউয়ের মধ্যে ব্রিজ নির্মাণের জেরে মেগা পাওয়ার ও ট্রাফিক ব্লক করা হয়েছে।
কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?
শনিবার বাতিল করা হয়েছে জসিডি মোকামা প্যাসেঞ্জার ট্রেন এবং হাওড়া-মোকামা এক্সপ্রেস। এর পাশাপাশি বৈদ্যনাথধাম-আসানসোল প্যাসেঞ্জার স্পেশাল, মোকামা জসিডি প্যাসেঞ্জার স্পেশাল, হাওড়া-পটনা হাওড়া স্পেশাল সুপারফাস্ট এক্সপ্রেস সহ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এর পাশাপাশি রক্সৌল হাওড়া এক্সপ্রেস, পটনা পুরী স্পেশাল, কলকাতা-অমৃতসর-অকালতাখত এক্সপ্রেস ঘুরপথে গন্তব্যে পৌঁছবে।
প্রায় ১৩ ঘণ্টা ১০ মিনিটের পাওয়ার ব্লক করা হয়েছে। রবিবার সকাল ৬টা থেকে সন্ধে ৭টা ১০ পর্যন্ত কাজ চলবে। তারপর পুরো পরিস্থিতি স্বাভাবিক হবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।