উত্তরবঙ্গে দুর্যোগের কালো মেঘ । আতঙ্কে রয়েছে পাহাড়বাসী । এখনও দু'দিন বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । লাল সতর্কতাও জারি করা হয়েছে । নিম্নচাপের জেরেই এই বৃষ্টি । কিন্তু নিম্নচাপ তো সরে ঝাড়খণ্ডে চলে গিয়েছিল । তাহলে ? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপটি পথ বদল করে ফের বাংলায় প্রবেশ করেছে । তার উপর দোসর নিম্নচাপ অক্ষরেখা । এই জোড়া ফলায় দুর্যোগ বাংলায় ।
বর্তমানে নিম্নচাপটির অবস্থান গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম অংশ এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় । আর নিম্নচাপ অক্ষরেখাটি সিকিম থেকে ছত্তীসগঢ় পর্যন্ত বিস্তৃত। এই দুইয়ের জেরে আরও দুইদিন রাজ্যে বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস । বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে । বুধবার দার্জিলিং,কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে । দক্ষিণবঙ্গে বীরভূম এবং মুর্শিদাবাদে লাল সতর্কতা জারি করা হয়েছে ।
এদিকে, সিকিমের পরিস্থিতি ভয়াবহ । জলের তোড়ে এবার ভেসে আসছে মৃতদেহ । শেষ পাওয়া খবর অনুযায়ী, চারজনের মৃতদেহ উদ্ধার হয়েছে । ঘটনাস্থলে রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী । যাঁরা আটকে পড়েছেন, তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে ।