অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে বিতর্কে জড়ালেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর একটি টুইটে ব্যবহৃত শব্দ নিয়েই বিতর্ক শুরু। তৃণমূলের পাশাপাশি CPIM-এর অন্দরেও সমালোচনা করেছেন অনেকেই।
সোমবার একটি টুইট করেন মহম্মদ সেলিম। যা নিয়েই বিতর্ক তৈরি হয়। সেখানে তিনি লিখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় অসাধু সম্পদ রাখার জন্য ১৫ জন বিদেশি পতিতার অ্য়াকাউন্ট ব্যবহার করেছিলেন। টুইটে ব্যবহৃত পতিতা শব্দ নিয়েই বিতর্কের সূত্রপাত। একটি সংবাদমাধ্যকে দেওয়া সাক্ষাৎকারে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষ এবিষয়ে সমালোচনা করেছেন।
বাম নেতৃত্বের মহিলা কমরেডদের একাংশ মহম্মদ সেলিমের শব্দচয়ন নিয়ে ক্ষুব্ধ। অনেকেই জানিয়েছেন, টুইটে যে শব্দ ব্যবহার করেছেন তা সমর্থন করছেন না। আর এনিয়ে নিয়ে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষও। টুইটারে কয়েকবছর আগের একটি ঘটনা উল্লেখ করে সেলিমকে কটাক্ষ করেন তিনি।
Read More- আদালতে প্রমাণ জমা দিতে ব্যর্থ ইডি, বিদেশ থেকে টুইটে খোঁচা অভিষেকের
রাজনৈতিক মহলের অনেকের মত, রাজনীতিতে আক্রমণ ও প্রতি-আক্রমণ থাকবেই। রাজনীতির এটাই নিয়ম। কিন্তু এর সঙ্গে কুরুচিকর ভাষা ব্যবহার সুস্থ রাজনীতির লক্ষণ নয়। তবে তাদের বক্তব্য এটা শুধু সিপিএমে নয়, অন্য রাজনৈতিক দলেও এই রোগে সংক্রমিত হচ্ছে।