শীতের ভোরবেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড মেচেদায়। আগুনে পুড়ে মৃত্যু হল বাবা এবং মেয়ের৷ পুড়ে গিয়েছে আরও অনেকগুলি বাড়ি।
বুধবার ভোরে আগুন লাগে মেচেদার রেললাইন সংলগ্ন বস্তিতে। দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। পুলিশ এবং দমকলের প্রাথমিক অনুমান, ভোরবেলা কোনও একটি বাড়িতে রান্না হচ্ছিল। সেখান থেকেই আগুন লাগে। ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মৃত্যু হয়েছে বাবা গোকুল কর ও তাঁর মেয়ে মলিনার।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের দু'টি ইঞ্জিন। কিন্তু ততক্ষণে গোটা বস্তিই পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনাস্থলে যায় কোলাঘাট থানার পুলিশও।
কোলাঘাট থানার ওসি ইমরান মোল্লা জানান, অন্তত ১৫টি বাড়ি পুড়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গোকুল ও মলিনা অসুস্থ ছিলেন। তাই আগুন লাগতেই দ্রুত সরে পড়তে পারেননি৷