ভাল আছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। আর তাঁকে হাসপাতালে রাখার কোনও প্রয়োজন নেই। সোমবার সন্ধেয় মেডিকেল বোর্ডের মিটিংয়ের পর এমনটাই জানিয়ে দিল বাইপাসের ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে, এবার জ্যোতিপ্রিয় মল্লিকের ইডি হেফাজতে যাওয়ার সম্ভবনা আরও কিছুটা বেড়ে গেল।
সোমবার বিকেলে জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থা নিয়ে বৈঠকে বসে মেডিক্যাল বোর্ড। তাঁর সমস্ত শারীরিক পরীক্ষার রিপোর্ট নিয়ে পর্যালোচনা করা হয়। দেখা যায়, সব রিপোর্টই স্বাভাবিক রয়েছে। এরপরেই চিকিৎসকরা তাঁকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন - সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেলেন না প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি, জেরা করতে পারে CBI!
কলকাতার সেনা হাসপাতালেই হবে রেশন বণ্টন দুর্নীতির ঘটনায় গ্রেফতার রাজ্যে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা। সোমবার এক নির্দেশে একথা জানিয়েছিল ব্যাঙ্কশাল আদালত। এর মধ্যেই বাইপাসের ওই হাসপাতাল মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিল।