রাজ্যে ফের লাইনচ্যুত লোকাল ট্রেন। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। জানা গিয়েছে, শনিবার এই ঘটনা ঘটেছে খড়গপুর স্টেশনের আগে গিরি ময়দান স্টেশনে। সকাল সাড়ে এগারোটার কিছু পরেই খড়গপুর যাওয়ার পথেই গিরি ময়দান স্টেশন সংলগ্ন জায়াগাতেই ডাউন মেদিনীপুর-হাওড়া লোকালের সামনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়। আতঙ্কে ঝাঁপ মারেন যাত্রীরা। রেল সূত্রে খবর, শুরু হয়েছে উদ্ধারের কাজ।
শনিবার সকাল থেকে আদিবাসী সংগঠনের একাধিক দাবিতে রেল অবরোধের জেরে বিপর্যস্ত হয় দক্ষিণ-পূর্ব রেলের পরিষেবা। তার মধ্যেই এই দুর্ঘটনা। রেল সূত্রে দাবি, ট্রেনের গতি খুব কম থাকায়, তাই বড় কোনও দুর্ঘটনা হয়নি। যাত্রীদের থেকে জানা গিয়েছে, সামনের বগি লাইনচ্যুত হওয়ার আগে সজোরে ব্রেক কষেছিলেন ট্রেনের চালক।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকরা। সাময়িক ভাবে ডাউন লাইনে বিঘ্ন ঘটে ট্রেন চলাচলে। তবে খোলা ছিল আপ লাইন। সেখান দিয়ে চলাচল করছে ট্রেন।