Anubrata Mondal : অভিভাবক অনুব্রত, দীর্ঘ প্রতীক্ষার অবসান, বোলপুরে কেষ্ট-কাজল সাক্ষাৎ

Updated : Sep 28, 2024 23:48
|
Editorji News Desk

অনুব্রত মণ্ডল তাঁরা রাজনৈতিক গুরু। অভিভাবক ছিলেন, আছেন এবং থাকবেন। শনিবাসরীয় বোলপুরে দাঁড়িয়ে এই বার্তা তৃণমূলের বীরভূম জেলাসভাধিপতি কাজল শেখের। এদিন তৃণমূল পার্টি অফিসে এসে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করেন কাজল শেখ। বৈঠক শেষে তাঁর দাবি, তাঁর সঙ্গে অনুব্রতকে নিয়ে যে দ্বন্দ্বের খবর প্রকাশ করা হয়েছে, তা ভুল এবং মিথ্যা। 

গত মঙ্গলবার বীরভূমে ফিরেছিলেন অনুব্রত মণ্ডল। বুধবার থেকে নিয়ম করে বিকেল থেকে সন্ধে পর্যন্ত বসছেন বোলপুরের পার্টি অফিসে। গত বৃহস্পতিবার প্রথমবার সাংবাদিক বৈঠক করে সবাইকে একসঙ্গে চলার অনুরোধ করেছিলেন। এদিন অনুব্রতর সঙ্গে দেখা করার পর কাজল শেখের গলাতেও শোনা গেল, সেই একই বার্তা। কাজল অভিযোগ করলেন, মিথ্যা মামলায় গত দু বছর তাঁদের কেষ্টদাকে জেলবন্দি করে রাখা হয়েছিল। 

তাতেও যে জেলায় সংগঠনে কোনও টোল খায়নি, তার প্রমাণ গত পঞ্চায়েত এবং লোকসভার ভোট। কাজলের দাবি, বীরভূমে আজ তৃণমূলের সাফল্যের নাম অনুব্রত মণ্ডল। গত দু বছর তিনি ছিলেন না। তাতেও সংগঠনকে টোল খেতে দেননি জেলা তৃণমূলের কর্মী, সমর্থকরা। আর এটাই টিম অনুব্রতর ম্যাজিক বলেই দাবি করেছেন কাজল শেখ। 

এদিন দুপুর থেকে কেষ্ট-কাজল বৈঠকের খবর ছিল জেলা তৃণমূলের কাছে। তারজন্য তৈরি ছিল বোলপুরের পার্টি অফিসও। সম্প্রতি অনুব্রত ফিরে আসার পর নতুন করে সেজেছে এই পার্টি অফিস। সরিয়ে দেওয়া হয়েছে, কোর কমিটির নেতাদের ছবি। ওই ঘটনাকে সমর্থন করেননি কাজল শেখ। তবে, এদিন জানিয়েছেন, ভবিষ্যতে কোন কমিটির বৈঠক হবে, তা ঠিক করবে রাজ্য নেতৃত্বের নেতারা। 

তবে তার আগে অনুব্রত সুস্থ হবেন, সেই কামনা করেছেন কাজল। তিনি জানিয়েছেন, আগামী দু একদিনের মধ্যেই ডাক্তার দেখাতে কলকাতা যাচ্ছেন অনুব্রত মণ্ডল। কারণ, তাঁদের নেতা দ্রুত সেরে উঠুক, এটাই চান বীরভূমের তৃণমূলের সৈনিক কাজল শেখ। 

Anubrata Mondal

Recommended For You

editorji | লোকাল

Poush Mela 2024 : ৩ দিন নয়, ৬ দিন! মঙ্গলবার থেকে শান্তিনিকেতনে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা

editorji | লোকাল

Local Train Cancel : সামনেই নতুন বছর, এই আবহে হাওড়া শাখায় বাতিল ৬০টি ট্রেন, ৩২ দিন বন্ধ পরিষেবা

editorji | লোকাল

Memary News : কী ছিল গোয়াল ঘরে ? গাঁজার সঙ্গেই মিলল টাকা, মেমারিতে চাঞ্চল্য

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?