ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে হাজিরা দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। বুধবার সকালেই CGO কমপ্লেক্সে পৌঁছন তিনি। প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে তাঁকে ডেকে পাঠানো হয়েছিল।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এরই মাঝে কারা দফতরের দায়িত্ব ছাড়েন অখিল গিরি। তারপর ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের পাশাপাশি কারা দফতরের অতিরিক্ত দায়িত্ব রয়েছে চন্দ্রনাথের উপর।
এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার করা হয়েছে কুন্তল ঘোষকে। তাঁর কাছ থেকে একটি ডায়েরি উদ্ধার করেন তদন্তকারীরা। সেখানেই চন্দ্রনাথের নাম ছিল বলে সূত্রের খবর। আর তারপরেই চন্দ্রনাথকে তলব করা হয়েছে।
এর আগেও চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি চালান CBI আধিকারিকরা। তাঁর বাড়ি থেকে একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়েছিল। সেখান থেকে চন্দ্রনাথ সিনহার ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পায় তদন্তকারীরা। তার ভিত্তিতেই বুধবার মন্ত্রীকে ডেকে পাঠানো হয়েছে।
নিয়োগ দুর্নীতির তদন্তে বোলপুরে চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে নগদ টাকাও বাজেয়াপ্ত করে ED। সেইসময় ৪৪ লাখ টাকা উদ্ধার করেন তদন্তকারীরা। এমনকি তদন্তকারীরা চন্দ্রনাথ সিনহার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেন।
সেই মোবাইল ফোনটি আনলক করতে সমর্থ হয় ED। সেখান থেকে একাধিক তথ্য পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। বুধবার চন্দ্রনাথকে নিয়োগ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই খবর।