দিল্লিতে তৃণমূলকে হেনস্থার প্রতিবাদে ধর্নায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক সাংসদ । তাঁরা দেখা করতে চেয়েছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির সঙ্গে। অভিযোগ ,শাকদলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেননি মন্ত্রী। ঘটনার দিন চারেক পর কলকাতা আসছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। শনিবার সকাল সাড়ে ১১ টা নাগাদ কলকাতায় আসার কথা নিরঞ্জন জ্যোতির। বিজেপি সূত্রে খবর, এদিন সেক্টর ফাইভে সাংবাদিক সম্মেলন করবেন তিনি। কথা বলবেন সুকান্ত মজুমদারের সঙ্গেও। বালুরঘাট থেকে সুকান্তও পাড়ি দিয়েছেন কলকাতার পথে।
প্রশ্ন উঠছে, তবে কি তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্নার চাপেই কি টনক নড়ল বিজেপির?
বৃহস্পতিবারের ধর্মতলার ধর্নামঞ্চ থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন , ‘‘যতক্ষণ না রাজ্যপালের সঙ্গে আমরা দেখা করতে পারব, ততক্ষণ আমি এই ধর্নামঞ্চ ছাড়ব না।’’।
দিল্লিতে ‘হেনস্থা’র প্রতিবাদে অভিষেক ঘোষণা করেছিলেন, বৃহস্পতিবারের ‘রাজভবন চলো’ কর্মসূচির কথা। ঠিক ছিল, মিছিল করে এসে কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপালের দেখা করে তাঁকেই স্মারকলিপি দেবে তৃণমূল।