ফের চালু হল এনজেপি-বাংলাদেশ রেল পরিষেবা (NJP-Bangladesh rail service) । বুধবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে চালু হয় 'মিতালি এক্সপ্রেস' (Mitali Express) । নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে এই ট্রেন । এদিন, মিতালি এক্সপ্রেস জলপাইগুড়ি টাউন স্টেশন (Jalpaiguri Station) ছুঁতেই আনন্দে মেতে ওঠেন জলপাইগুড়ি শহরের মানুষ ।
স্টেশনে ট্রেন ঢুকতেই ফুল দিয়ে স্বাগত জানান সাধারণ মানুষেরা । জলপাইগুড়ি নাগরিক মঞ্চের সদস্যরা ব্যানার হাতে যাত্রীদের শুভেচ্ছা জানান । স্টেশনে উপস্থিত ছিলেন নাগরিক মঞ্চের কর্মকর্তা গোবিন্দ রায়, তপন চক্রবর্তী সহ অসংখ্য মানুষ । গোবিন্দ রায় জানাচ্ছেন, ৫৭ বছর পর ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক রেল পরিষেবা নতুন করে চালু হল । ঐতিহাসিক এই দিনটিকে স্মরণীয় রাখতে জলপাইগুড়ি নাগরিক মঞ্চের পক্ষ থেকে সমস্ত যাত্রীদের শুভেচ্ছা জানানো হল । একইসঙ্গে দুই দেশের সরকারকে অভিনন্দন জানিয়েছেন তাঁরা ।
তবে, বেশ কিছু দাবি তাঁরা জানিয়েছেন রেল কর্তৃপক্ষের কাছে । তাঁদের দাবি, জলপাইগুড়ি ঐতিহ্যবাহী স্টেশন । আগে যখন এই ট্রেন চালু ছিল, তখন সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথের মতো বহু বিখ্যাত মানুষের পদধূলি পড়েছিল এই স্টেশনে । তাই কর্তৃপক্ষের কাছে তাঁদের দাবি, মিতালি এক্সপ্রেসের ক্ষেত্রে জলপাইগুড়ি স্টেশনকেও স্টপেজ করা হোক । এছাড়া আরও বেশ কয়েকটি বিষয়ে দাবি জানিয়েছেন তাঁরা । উল্লেখ্য, লোকো পাইলট বদলানোর জন্য ভারত ও বাংলাদেশের শেষ স্টেশন চিলাহাটি আর হলদিবাড়িতে ট্রেনটি থামবে। বাকি আর কোনও স্টপেজ নেই ।
রেল সূত্রে খবর, প্রতি বুধবার ও রবিবার ট্রেনটি এনজেপি থেকে ছাড়বে । অন্য়দিকে ঢাকা থেকে সোম ও বৃহস্পতিবার এই ট্রেন ছাড়বে । ট্রেনটি চারটি প্রথম শ্রেণির এসি কামরা থাকছে । চারটি এসি চেয়ার কার থাকছে । তবে এনজেপি থেকে যাওয়ার পথে সবটাই চেয়ার কার থাকবে । আসার পথে শোয়ার ব্যবস্থা রয়েছে ।