বারাকপুরের ডাকাতির ঘটনায় ব্যর্থ পুলিশ। বৃহস্পতিবার এই অভিযোগ করে ফের নতুন বিতর্ক তৈরি করলেন তৃণমূলের ফেরত আসা বিজেপির টিকিটে জেতা সাংসদ অর্জুন সিং। অর্জুনের অভিযোগ, ঘটনার পর এত ঘণ্টা কেটে গেলেও ঠিক ভাবে তদন্ত করতে পারেনি পুলিশ। রাজনৈতিক নেতাদের আশ্রয়ে থাকা দুষ্কৃতীদের ধরতে ভয় পাচ্ছে পুলিশ। সাংসদের দাবি, পুলিশের এই ভূমিকায় ক্ষতি হচ্ছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের। বুধবার স্থানীয় আনন্দপুরীতে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনায় এক জনের মৃত্যু হয়।
এদিন এলাকা দেখতে গিয়ে সাংসদ জানিয়েছেন, ঘটনায় স্পষ্ট পুলিশের ভূমিকা ঠিক নেই। পুলিশের উপর মানুষের এই ক্ষোভের জন্যই তণমূল কংগ্রেসের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। তাঁর দাবি, এখনও পুলিশকে দেখলে কেউ ভয় পায় না। তাঁর অভিযোগ, ছোট বিষয় নিয়ে পুলিশ এত বেশি অতিসক্রিয়, যে আসল সময়ে দুষ্কৃতীদের ধরতে পারে না।
বুধবার সন্ধ্যার এই ঘটনায় অভিযোগ স্থানীয় একটি সোনার দোকানে হামলা চালায় ডাকাতরা। অবলীলায় লুটের চেষ্টা করলে বাধা দেওয়া হয়। সেই ঘটনায় ডাকাতদের গুলিতে এক জনের মৃত্যু হয়।