শুক্রবার সন্ধ্যায় রাস্তায় গুলি চলার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ডোমকল থানার রমনা এলাকায়। গুলিতে আহতের নাম সমীরুল শেখ। জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় তিন যুবক একটি কালভার্টে বসেছিলেন। সেই সময় আচমকাই একদল দুষ্কৃতী বাইকে করে এসে গুলি ছোড়ে। আহত সমিরুল সেখকে স্থানীয়রা উদ্ধার করে ডোমকল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে সমিরুলকে। কী কারণে এভাবে গুলি চালানো হল, সমীরুলকেই নিশানা করা হয়েছিল কি না, এখনও স্পষ্ট নয়।
দু দিন আগেই গ্রাম পঞ্চায়েতের আস্থা ভোটের সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়ে তৃণমূল নেতার মৃত্যু হয়েছে এই মুর্শিদাবাদেই। তবে এবারের ঘটনায় কোনও রাজনৈতিক যোগ সামনে আসেনি।