রেললাইনের ধার থেকে উদ্ধার ছাত্রের দেহ ঘিরে চাঞ্চল্য়। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম সুপ্রকাশ বেরা। বয়স কুড়ির কোঠায়। শুক্রবার ক্ষতবিক্ষত অবস্থায় দেহটি উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, সুপ্রকাশ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্য়ালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি শুশুনিয়া ক্যাম্পাসের আবাসিক ছিলেন। ইতিমধ্যেই তাঁর বাড়ির লোকেরারা র্যাগিংয়ের অভিযোগ এনেছে। সুপ্রকাশের বাবার অভিযোগ, তাঁর ছেলের উপর অত্য়াচার করা হয়েছে। আর এই অভিযোগ কলেজের তৃতীয় বর্ষের ছাত্রদের দিকে। অভিযোগ গত ডিসেম্বরে সুপ্রকাশকে নেড়া করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। ছেলের মৃত্যুর কোনও স্বাভাবিক কারণ খুঁজে পাচ্ছেনা স্বদেশকান্তি বেরা।
শুক্রবার রেল পুলিশই সুপ্রকাশের বাড়িতে খবর দেয়। খবর পেয়েই বাঁকুড়া যায় সুপ্রকাশের পরিবার। হাসপাতালে প্রথম তারা দেহ নিতে অস্বীকার করে বলেই জানা গিয়েছে। পরে ছাতনা থানার আশ্বাসে দেহ স্বীকার করা হয়। পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা অঞ্চলের বাসিন্দা স্বদেশকান্তি বেরা অভিযোগ, কলেজের বিরুদ্ধেও। তাঁর অভিযোগ, কলেজের গাফিলতিতেই ছেলের মৃত্যু হয়েছে। যদিও রাত পর্যন্ত সরকারি ভাবে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
ছাতনা থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। এই ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।