রাজ্যের বিভিন্ন জেলায় অশান্তির প্রেক্ষিতে টিভি চ্যানেলগুলির প্রতি বিশেষ নির্দেশিকা জারি করল নবান্ন (Nabanna)। নির্দেশিকায় বলা হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করে এমন কোনও খবর বা অনুষ্ঠান সম্প্রচার করা যাবে না।
সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে বিজেপির সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে দেশের বিভিন্ন রাজ্যে অশান্তি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের হাওড়া সহ বিভিন্ন জেলাতেও সরকারি সম্পত্তি ভাঙচুর, অগ্নিসংযোগ, পথ অবরোধের মতো ঘটনা ঘটেছে। প্রশাসনের মতে ইন্টারনেটের মাধ্যমে একশ্রেণীর দুষ্কৃতী গুজব ছড়িয়ে অশান্তিতে ইন্ধন দেওয়ার চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাওড়া ও মুর্শিদাবাদ জেলার একাংশে সাময়িক ভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। এবার টিভি চ্যানেলগুলির প্রতিও নির্দেশিকা জারি করল নবান্ন।
আরও পড়ুন: অশান্তির ঘটনায় গ্রেফতার ২০০ জনেরও বেশি, হাওড়ায় এখনই উঠছে না ১৪৪ ধারা
সোমবার সন্ধ্যায় নবান্নর তরফে জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কিছু কিছু টিভি চ্যানেল এমনভাবে কিছু খবর বা ঘটনা সম্প্রচার করছে যা ভুয়ো এবং বিভ্রান্তিমূলক, যে ধরনের খবরে সাম্প্রদায়িকতার রং রয়েছে। এর জেরে রাজ্যের শান্তি বিঘ্নিত হচ্ছে। এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে ১৯৯৫ সালের কেবল টেলিভিশন নেটওয়ার্ক রেগুলেশন অ্যাক্টের সেকশন ১৯-এ অনুযায়ী এই ধরনের ভুয়ো বিভ্রান্তিমূলক খবর সম্প্রচার নিষিদ্ধ করা হল।