দিন তিনেক আগে ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ২১ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের ২১ লক্ষ শ্রমিককে ১০০ দিনের কাজের বকেয়া টাকা মিটিয়ে দেবে রাজ্য। কীভাবে এই বিপুল সংখ্যক মানুষের কাছে টাকা পৌঁছে দেওয়া হবে তা নিয়ে গাইডলাইন প্রকাশ করল নবান্ন।
সোমবার এই বিষয়ে রাজ্যের জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যসচিব বি পি গোপালিকা। সেই বৈঠকের পরেই প্রকাশ করা হয়েছে গাইডলাইন। তাতে বলা হয়েছে, প্রতিটি অ্যাকাউন্ট নিখুঁতভাবে চিহ্নিত করতে হবে। কোনও ভুয়ো অ্যাকাউন্ট থাকলে সেখানে টাকা যাবে না। এছাড়া সংশ্লিষ্ট অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে কি না, তাও খতিয়ে দেখতে হবে।
রেড রোডের যে ধর্ণা মঞ্চ থেকে এই ঘোষণা করেছেন মমতা, সেই মঞ্চটি এখনও আছে। মঙ্গলবার প্রদীপ জ্বালিয়ে, শাঁখ বাজিয়ে সেই মঞ্চে মমতার ঘোষণা উদযাপন করেন তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যরা। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, মহিলাদের ঘরে ঘরে আলো জ্বালিয়েছেন মুখ্যমন্ত্রী, তাই এমন উদযাপন।