এবার ১০০ দিনের কর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি নবান্নের। যারা ১০০ দিনের কাজের জন্য নথিভুক্ত, তাদের বিভিন্ন সরকারি দফতরের কাজে নিযুক্ত করা হবে। রাজ্যেই এই নির্দেশিকায় সই করেছেন খোদ মুখ্যসচিব। রাজ্যে দীর্ঘদিন বন্ধ আছে ১০০ দিনের কাজ। অভিযোগ, কেন্দ্র এই প্রকল্পের টাকা রাজ্যকে দিচ্ছে না। এদিকে কেন্দ্রের দাবি, সঠিক হিসেব না দিতে পারাতেই প্রাপ্য টাকা আটকানো হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, কোন বিভাগে কতজনকে লাগানো হচ্ছে, তা নদর রাখবেন প্রতি বিভাগের নোডাল অফিসার। পাশাপাশি নথিভুক্তরা ঠিক সময় কাজ পাচ্ছেন কিনা, তা নিশ্চিত করবেন ওই অফিসাররা। এদিকে ১০০ দিনের কাজ নিয়ে পশ্চিমবঙ্গের ১৫টি জেলার রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলে রাজ্যকে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। সেই ১৫টি জেলার জেলাশাসককে চিঠি পাঠিয়েছেন নবান্ন। আগামী ১৪ নভেম্বরের মধ্যে কেন্দ্রের চাহিদা মতো শর্তপূরণ করে অ্যাকশন টেকন রিপোর্ট পাঠানোর নির্দেশিকা দিয়েছে নবান্ন।
১০০ দিনের প্রকল্পের টাকা অন্য খাতে খরচ হচ্ছে। এই নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত শুরু হয়েছিল। নানা দুর্নীতির অভিযোগ তোলা হয়ে। সেই অভিযোগের ভিত্তিতে কয়েকমাস আগে পর্যবেক্ষক দল পাঠায় কেন্দ্র। গত সেপ্রেম্বর মাসে সেই নিয়ে রিপোর্ট জমা দেয় রাজ্য। কিন্তু কেন্দ্রের দাবি, সেই রিপোর্ট সঠিকভাবে পাঠানো হয়। আরও বিশদে রিপোর্ট পাঠাতে হবে।