নওদা খুনের ঘটনায় এখনও অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ দায়ের করতে নওদা যাচ্ছে পরিবার। তেহট্টের বিধায়ক তাপস সাহা নিহত তৃণমূল নেতার পরিবারের সদস্যকে নিয়ে নওদা থানায় গিয়ে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবারই অভিযোগ দায়ের করা হবে।
নদিয়ার তৃণমূল নেতার মুর্শিদাবাদের খুন হওয়ার ঘটনায় গোষ্ঠীকোন্দলের অভিযোগ উঠেছে। যা কার্যত স্বীকার করেছেন তৃণমূলের তেহট্টের বিধায়কও। এই ঘটনায় তাঁর দাবি, গত বিধানসভা ভোটে নারায়ণপুর থেকে তিনি লিড পেয়েছিলেন। অভিযোগ, ওই নির্বাচনে জেলার তৃণমূল নেত্রী তৃণা সাহা ভৌমিক ভোট করেছিলেন বিজেপির হয়ে। তখন থেকেই কাজিয়ার জেরে মতিরুলকে চুপ থাকার হুমকিও দেওয়া হয় বলে, বিধায়কের অভিযোগ।
নদিয়ার নারায়ণপুরের এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী মতিরুল। এলাকায় দাপুটে নেতা হিসেবেই পরিচিত তিনি। মুর্শিদাবাদের টিয়া কাটা ঘাটে গিয়েছিলেন তিনি। সেখানেই বৃহস্পতিবার গুলিবিদ্ধ হন ওই তৃণমূল নেতা। আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পঞ্চায়েত নির্বাচনের আগে মুর্শিদাবাদের এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।