শান্তিনিকেতনে শুরু নন্দন মেলা। কলাভবনে পড়ুয়াদের সারা বছর ধরে হাতের তৈরি করা শিল্প সামগ্রী প্রদর্শিত ও বিক্রি হয় এই মেলায়। ছাত্র-ছাত্রীদের পেন্টিং, গ্রাফিক্স ডিজাইন, মাটির গহনা, ডোকরা, সেরামিক্স, মাটির বাসন, বিভিন্ন ইনস্টলেশন থাকে। প্রত্যেক বছরের মতো এবারও নির্দিষ্ট সময় এই মেলা শুরু হল।
কলাভবনের বর্তমান পড়ুয়া থেকে প্রাক্তনী সকলে মিলেই এই মেলার আয়োজন করেন। ।এবারেও কলা ভবনের ছটি বিভাগের আলাদা আলাদা করে মেলার স্টল রাখা হচ্ছে, থাকছে কিছু প্রদর্শনীও। শিল্প কর্মের পাশাপাশি পড়ুয়াদের উদ্যোগে মেলায় নানা রকমের খাবারের স্টল বসানো হয়। তার সঙ্গে দুদিন ধরে পরিবেশিত হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। সংস্কৃতি প্রেমী মানুষদের জন্য এই মেলা দুর্দান্ত একটি ঠিকানা। দুদিন ব্যাপী মেলা শেষ হওয়ার পর ৩ ডিসেম্বর পালন করা হয় নন্দলাল বসুর জন্মদিন।
প্রতিবছর ডিসেম্বরের ১ এবং ২ তারিখে শান্তিনিকেতনে অনুষ্ঠিত হয় নন্দন মেলা। প্রখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসুর নামানুসারে ১৯৭৩ সাল থেকেই এই মেলা হয়ে আসছে। মাঝে চার বছর এই মেলা বন্ধ ছিল। অতীতে একবার নকশাল আন্দোলন আর একবার বন্যার কারণে এই মেলা বন্ধ ছিল এবং গত দু’বছর করোনার কারণে মেলা করা সম্ভব হয়নি।