শুক্রবার সন্দেশখালিতে মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। সেই সফরের মধ্যেই উত্তেজনা। শাহজাহান শেখের অনুগামীরা মাছের ভেড়ির আলাঘর পুড়িয়ে দেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার শাহজাহানের ভাই সিরাজুদ্দিনের মাছের ভেড়ির আলাঘর জ্বালিয়ে দেওয়া হয়। শুক্রবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হয়। কাছারি এলাকায় তৈয়েব খানের ভেড়ির আলাঘর পুড়িয়ে দেওয়া হয়।
এরই মধ্যে সন্দেশখালি পৌঁছে গিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। বাড়ি বাড়ি ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলছেন কমিশন সদস্যরা। সংবাদমাধ্যমের রিপোর্টে সন্দেশখালিতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তার ভিত্তিতেই সন্দেশখালিতে আসেন মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা।
শনিবার পর্যন্ত একাধিক জায়গায় নতুন করে ১৪৪ ধারা জারি করা হয়েছিল।