বিধানসভায় গেলেন না নওশাদ সিদ্দিকি । ডিএ ইস্যুতে রাজ্য সরকারি কর্মচারীদের ধর্মঘটকে এভাবেই সমর্থন জানালেন বিধায়ক । উল্লেখ্য, ডিএ ইস্যুতে উত্তপ্ত রাজ্য-রাজনীতি । শুক্রবার সরকারি কর্মচারীদের সংগঠনের ধর্মঘট চলছে রাজ্যজুড়ে । পাশে দাঁড়িয়েছে বাম-বিজেপি । বকেয়া মহার্ঘভাতার দাবিতে ধর্মঘটকে সমর্থন করছেন নওশাদ সিদ্দিকিও । দলের কর্মীদেরও সমর্থন করতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এটা শুধু সরকারি কর্মচারীদের সমস্যা নয়, গোটা বাংলার ভবিষ্যৎ নির্ভর করছে ।
ডিএ ইস্যুতে রাজ্য সরকারি কর্মচারীদের পাশে দাঁড়াতে আগেও দেখা গিয়েছে ভাঙড়ের বিধায়ককে । কিছুদিন আগে ধর্মতলার শহিদ মিনারের কাছে ধর্নামঞ্চে দেখা গিয়েছিল তাঁকে । ওই মঞ্চ থেকেই এই আন্দোলন কলকাতা থেকে বাংলার গ্রামাঞ্চলে ছড়িয়ে দেওয়ার বার্তা দিয়েছিলেন । বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছিলেন ।
এদিকে, শুক্রবার এসএফআইয়ের বিধানসভা অভিযান ঘিরে সকাল থেকেই ধুন্ধুমার বাধে কলকাতার বিভিন্ন প্রান্তে। শুক্রবার মিছিল শুরুর আগেই শিয়ালদহ থেকে এসএফআই নেতাকর্মীদের ধরপাকড় শুরু করে পুলিশ। আটক করা হয় এসএফআই কলকাতা জেলা সম্পাদক মহম্মদ আতিফ নিসার এবং সভাপতি দেবাঞ্জন দে সহ একাধিক নেতা-কর্মীকে। হাওড়া থেকেই আটক হন এসএফআইয়ের যুগ্ম সম্পাদক দিপ্সিতা ধর-ময়ূখ বিশ্বাস। তাঁর পাশাপাশি আটক হন বর্ধমান-হুগলি-হাওড়ার নেতারা । অন্যদিকে বিধানসভার গেটে উঠে বিক্ষোভ দেখান এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য।