ভ্রমণপ্রিয় বাঙালির জন্য এবার দুঃসংবাদ। কারণ কর্মী ঘাটতির জন্য বন্ধ হতে চলেছে উত্তরবঙ্গ পরিবহন নিগমের প্যাকেজ ট্যুর। অর্থাৎ পাহাড় প্রেমীদের আরও ঝক্কি পোহাতে হতে পারে।
বিগত কয়েক বছর ধরে প্যাকেজ ট্যুর চালু করেছিল NBSTC। জনপ্রিয়ও হয়েছিল বাঙালিদের কাছে। পুজোর প্যাকেজ ট্যুরের মাধ্যমে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা যেমন বেড়ানোর সুবন্দোবস্ত করা থাকে তেমনই উত্তরবঙ্গের বিভিন্ন দুর্গা পুজো মণ্ডপও ঘুরে দেখানো হয় প্যাকেজ ট্যুরে। কিন্তু এবার থেকে আর সেই সুবিধা মিলবে না।
কেন প্যাকেজ ট্যুর বাতিল ?
জানা গিয়েছে, বিগত কয়েক বছর ধরেই কর্মী সংখ্যা কমেছে NBSTC-র। যার ফলে পরিষেবা দিতে সমস্যা হচ্ছে। কিন্তু শুধুমাত্র চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন এজেন্সিকে দিয়ে পুজোর প্যাকেজ ট্যুর চালু রেখেছিল NBSTC। কিন্তু এবার থেকে এজেন্সিকে দিয়েও ট্যুর করাতে চাইছে না উত্তরবঙ্গ পরিবহন নিগম।
বাংলা সংবাদমাধ্যম দ্যা ওয়ালের কাছে কর্মী ঘাটতির কথা স্বীকার করে নিয়েছেন NBSTC-র চেয়ারম্যান দীপঙ্কর পিপলাই। তিনি জানিয়েছেন, মারাত্মক কর্মী সংকট চলছে। যাঁদের উপর প্যাকেজ ট্যুরের দায়িত্ব ছিল তাঁদের অনেকেই অবসর নিয়েছেন। সেকারণে সমস্যায় পড়তে হচ্ছে। এমনকি এজেন্ট দিয়েও এবার আর ট্যুর করানো হবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কী কী সমস্যা হতে পারে পর্যটকদের?
এর ফলে যাঁরা সরকারি সংস্থার সঙ্গে প্যাকেজ ট্যুরে যেতেন তাঁরা সমস্যায় পড়বেন। কারণ বিভিন্ন জায়গায় ঘোরানো, খাওয়া দাওয়া, থাকা সবকিছুর দায়িত্ব ছিল সংস্থার উপরেই। কিন্তু এবার থেকে বেসরকারি সংস্থার উপর ভরসা রাখতে হবে।