ব্রিটেনের উড়ান বন্ধের ইঙ্গিত আগেই ছিল। কিন্তু রবিবার রাজ্যের নতুন করোনা বিধি ঘোষণা করতে গিয়ে সরকার জানাল, আগামী পাঁচ জানুয়ারি থেকে সপ্তাহে সোম ও শুক্রবার দিল্লি ও মুম্বই থেকে উড়ান আসবে কলকাতায়।
কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ক্রমশ বাড়তে থাকা ওমিক্রন-আবহে (Omicron) ব্রিটেন হল ঝুঁকিপূর্ণ দেশ। সেই সিদ্ধান্তকে মাথায় রেখে ৩ জানুয়ারি থেকে ব্রিটেন থাকা আসা বিমানের উপর নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছিল রাজ্য সরকার। রবিবার মুখ্য সচিব তাতে সিলমোহর বসালেন। সরকারি সিদ্ধান্তে সোমবার থেকে অনির্দিষ্ট কালের জন্য ব্রিটেন থেকে কলকাতায় আসা বিমান বন্ধ করা হল।
তবে, অন্যান্য দেশ থেকে যাঁরা আসবেন, তাঁদের আরটিপিসিআরের (RTPCR) মাত্রা এবার থেকে বাড়ানো হল। আগে ২ শতাংশ আরটিপিসিআর হত, এদিন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, এখন ১০ শতাংশ টেস্ট করা হবে।
একই সঙ্গে বাধ্যতামূলক করা হল র্যাপিড অ্যান্টিজেন টেস্ট (Rapid antigen test)। এই টেস্টে পজিটিভ এলে আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক ভাবে করতে হবে । তবে একইসঙ্গে জানানো হয়েছে, ব্রিটেনের যে বিমান যাত্রীরা অন্য রাজ্য হয়ে আসবেন তাঁদের ওপর কোনও নিষেধাজ্ঞা থাকবে না।