নেতাদের সম্পত্তিবৃদ্ধি নিয়ে মামলা (PIL in Calcutta High Court) ও তার সঙ্গে জড়িত একের পর এক বিতর্কের প্রকাশ্যে উঠে আসার ট্র্যাডিশন চলছেই! এ বার শুধু বাংলার নয়, জাতীয় স্তরের নেতাদেরও সম্পত্তি খতিয়ে দেখার আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা (Calcutta High Court) রুজু হল কলকাতা হাই কোর্টে।
বৃহস্পতিবার রাজ্য ও দেশ মিলিয়ে মোট ২৪ জন গুরুত্বপূর্ণ নেতা-মন্ত্রীর সম্পত্তি বৃদ্ধি নিয়ে হাই কোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চান আইনজীবী রমাপ্রসাদ সরকার। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ওই মামলা করার আর্জি জানানো হয়েছিল। তিনি অনুমতি দিয়েছেন।
আরও পড়ুন: ফেডারেশনের নির্বাচনে, মনোনয়ন জমা বাইচুংয়ের, প্রতিদ্বন্দ্বী কল্যাণ চৌবে
নতুন এই মামলায় বাংলার ওই বিরোধী নেতাদের পাশাপাশিই রয়েছে বিজেপির (PIL agains BJP leaders) জাতীয়স্তরের একাধিক নেতার নাম। তাঁদের মধ্যে রয়েছেন- জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ, স্মৃতি ইরানি এবং ধর্মেন্দ্র প্রধান প্রমুখ। এ ছাড়া বাংলার বিরোধী দলের দুই নেতা-নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় এবং সিপিএমের সুজন চক্রবর্তীর নামও এই তালিকায় নব সংযোজন।
আদালতের কাছে এঁদের প্রত্যেকের সম্পত্তি বৃদ্ধির হিসাব খতিয়ে দেখার আর্জি জানানো হয়েছে। সেই সঙ্গে আবেদন জানানো হয়েছে, হিসাব না মিললে যেন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়।
এর আগেও বাংলার রাজনৈতিক নেতা এবং নেত্রীদের সম্পত্তিবৃদ্ধি নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। রাজ্যজুড়ে হইচই পড়ে গিয়েছিল সেই মামলার খবর আসার পরে। প্রথমে ১৯ জন তৃণমূল নেতা-নেত্রী এবং তার পরে ১৫ জন বিরোধী এবং দু’জন তৃণমূল সাংসদের সম্পত্তির হিসেব খতিয়ে দেখার আর্জি জানানো হয়েছিল হাই কোর্টে।