তিন বছর পর ফের শান্তিনিকেতনের পূর্বপল্লির মাঠে পৌষমেলা হবে। বিশ্বভারতী কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশির হাওয়া বোলপুরে। কিন্তু এর মধ্যেই জটিলতা। শান্তিনিকেতন ট্রাস্টের তরফে জানানো হল, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত মতো ছোট করে মেলা করা সম্ভব নয়। ফলে আদেও পূর্বপল্লির মাঠে খেলা হবে কি না তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিয়তা।
শুক্রবার প্রায় দু'ঘণ্টা কর্মসমিতির বৈঠক চলে। এরপরেই বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে জানানো হয়, চলতি বছর পৌষমেলার আয়োজন করা হবে। তবে, আয়োজন করা হবে ছোট করে।
কিন্তু শনিবার শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার জানিয়ে দেন, ছোট করে মেলা করা সম্ভব নয়। কারণ মেলার দোকান থেকে খরচ উঠে আসে। ফলে মেলা ছোট নয় বড় করে করার পক্ষপাতী কর্তৃপক্ষ।