পুরানো বচসার জেরে তিনজনকে মারধর। এমনকি পেটে কাবাবের শিকও ঢুকিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। আহতদের বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনার তদন্তে নেমেছে ইকোপার্ক থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত নূর মোহম্মদকে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তি পুরানো ঝামেলা মেটাতে রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ আকাঙ্খার মোড়ের এক চায়ের দোকানে হাফিজ আলি ঘরামি ও তাঁর দুই ভাই সৈয়দ আলী ঘরামি ও ইউনুস আলি ঘরামিকে ফোন করে ডেকে পাঠান। এরপরেই শুরু হয় বচসা। ক্রমে তা হাতাহাতিতে পৌঁছয়। এরপর পেটে কাবাবের শিক ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
আরও পড়ুন - দুদিন তাপপ্রবাহ থেকে মুক্তি তিলোত্তমবাসীর, সামান্য কমতে পারে তাপমাত্রা