Sandeshkhali : রাষ্ট্রপতির কাছে কারা গিয়েছিলেন ? 'নকল' নির্যাতিতা ? সন্দেশখালির আরও একটি ভিডিও ভাইরাল

Updated : May 10, 2024 00:15
|
Editorji News Desk

রাজ্য-রাজনীতি, জাতীয়-রাজনীতির কেন্দ্রে এখন সন্দেশখালি । গত কয়েকদিন ধরে একটি স্টিং ভিডিওকে নিয়ে জোর চর্চা চলছে । তারই মধ্যে ভাইরাল হল সন্দেশখালির আরও একটি ভিডিও । এবার ওই ভিডিওতে দেখা গেল বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে । ওই ভিডিওতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করা নির্যাতিতাদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে তাঁকে । একই প্রশ্ন তুললেন আরও এক আন্দোলনকারী মাম্পি দাস । যদিও, ভিডিওর সত্যতা যাচাই করেনি editorji বাংলা ।

রাষ্ট্রপতির কাছে নির্যাতিতা সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বেশ কয়েকজনকে । ভিডিওতে পরোক্ষভাবে এমনই অভিযোগ তুলেছেন রেখা, মাম্পিরা । গোটা বিষয়ে ষড়যন্ত্রের আঁচ পেয়েছেন তাঁরা । ভিডিওর শুরুতে মাম্পিকে বলতে শোনা যায় 'রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালির কিছু নির্যাতিতাকে নিয়ে যাওয়া হয়েছে। তা হলে আমরা কারা?” পাশে দাঁড়ানো আর এক মহিলা বলেন, "আমরা তো সন্দেশখালির আন্দোলনকারী বা নির্যাতিতা। আমরা সবাই তো গিয়েছিলাম প্রধানমন্ত্রী বা পিএম স্যরের সঙ্গে দেখা করতে। তা হলে আমাদের ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তা হলে কারা?"

রেখা পাত্র বলেন,'আমরা নির্যাতিতা মেয়েরা সন্দেশখালিতেই পড়ে রয়েছি। তা হলে আমাদের মুখ হয়ে কারা গিয়েছে (রাষ্ট্রপতি ভবনে), এটা তো জানার প্রয়োজন রয়েছে।' সেইসঙ্গে তাঁদের আরও অভিযোগ, "ওই 'নকল' নির্যাতিতাদের দিল্লি নিয়ে যাওয়ার নেপথ্যে রয়েছেন অনুপ দাস । ওই অনুপ আবার জেলবন্দি শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুর কাছ থেকে ১০ হাজার টাকা করে মাসোহারা নিতেন ।" 

সন্দেশখালি নিয়ে প্রথম স্টিং অপারেশনের একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় । এরই মধ্যে সন্দেশখালির এক মহিলার বক্তব্যের ভিডিয়ো বুধবার প্রকাশ্যে আসে । সেই ভিডিয়োয় মহিলার দাবি, তাঁকেও ধর্ষণ করা হয়েছে বলে মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছিল থানায় । যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি editorji বাংলা ।

Sandeshkhali

Recommended For You

Royal Bengal Tiger : পাতা ফাঁদে পা না দিয়ে জেলা বদল, ঝাড়গ্রাম থেকে কোথায় গেল বাঘিনী ?
editorji | লোকাল

Royal Bengal Tiger : পাতা ফাঁদে পা না দিয়ে জেলা বদল, ঝাড়গ্রাম থেকে কোথায় গেল বাঘিনী ?

editorji | লোকাল

Poush Mela 2024 : ৩ দিন নয়, ৬ দিন! মঙ্গলবার থেকে শান্তিনিকেতনে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা

editorji | লোকাল

Local Train Cancel : সামনেই নতুন বছর, এই আবহে হাওড়া শাখায় বাতিল ৬০টি ট্রেন, ৩২ দিন বন্ধ পরিষেবা

editorji | লোকাল

Memary News : কী ছিল গোয়াল ঘরে ? গাঁজার সঙ্গেই মিলল টাকা, মেমারিতে চাঞ্চল্য

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?