ফের সুখবর। হাওড়া-পুরীর পর এবার তৃতীয় বন্দে ভারত (Vande Bharat) পেতে চলেছে বাংলা। এবারের রুট নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) থেকে গুয়াহাটি (Guwahati)। রবিবার ভোর ছটা দশ নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গুয়াহাটির উদ্দেশে ট্রায়াল রান হয় নতুন বন্দে ভারতের। সকাল ৬টা ৫১ মিনিট নাগাদ ধূপগুড়ি স্টেশন পার করে এই ট্রেন।
কবে থেকে যাত্রীদের জন্য এই ট্রেন ছুটবে তার দিনক্ষণ অবশ্য এখনও পাকা করেনি ভারতীয় রেল। শোনা যাচ্ছে, এ মাসের ২৪ তারিখ থেকে যাত্রী নিয়ে নিউজলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত ছুটতে পারে এই সেমি-হাইস্পিড ট্রেন। ট্রেনের ভাড়া কত হবে, কোন কোন স্টেশনে দাঁড়াবে তার বিস্তারিতও এখনও কিছু জানানো হয়নি রেলের তরফে।