আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আনিস খানের (Anish Khan) দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল হাই কোর্ট (Calcutta Highcourt)। জেলা জজের পর্যবেক্ষণে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে আনিসের পরিবারের পক্ষ থেকে সিবিআই (CBI) তদন্তের দাবি করা হলেও আপাতত সিটেই আস্থা রাখছে হাই কোর্ট (Calcutta High court)। আূালত জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট সিট ও মামলাকারীদের দ্রুত দিতে হবে। মামলাকারীদের উপস্থিতিতেই আনিসের ফোন সিল করবে সিট। তার পর তা পাঠাতে হবে ফরেন্সিক পরীক্ষার জন্য হায়দরাবাদে (Hydrabad)। আরও পড়ুন: আদালত জানিয়েছে, আনিসের ফোনের সমস্ত তথ্য সংরক্ষণ করবে সিএফএসএল। তথ্য বিশ্লেষণ করে দিতে হবে সিট ও মামলাকারীদের। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। উল্লেখ্য, পুলিশের হাতে আনিসের মোবাইল ফোন দেওয়া হলে তার তথ্য বিকৃত করা হতে পারে বলে আশঙ্কা করছিলেন আনিসের পরিবারের সদস্যরা। তাই জেলা জজের উপস্থিতিতেই তথ্য বিশ্লেষণ হবে বলে জানাল আদালত। একইসঙ্গে এই মামলায় ধৃতদের টি আই প্যারেডের নির্দেশও দেওয়া হয়েছে। ২ সপ্তাহের মধ্যে সিটকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আদালত। ময়নাতদন্তের রিপোর্ট দেওয়া হবে পরিবারকেও।
আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আনিস খানের (Anish Khan) দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল হাই কোর্ট (Calcutta Highcourt)। জেলা জজের পর্যবেক্ষণে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে আনিসের পরিবারের পক্ষ থেকে সিবিআই (CBI) তদন্তের দাবি করা হলেও আপাতত সিটেই আস্থা রাখছে হাই কোর্ট (Calcutta High court)। আূালত জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট সিট ও মামলাকারীদের দ্রুত দিতে হবে। মামলাকারীদের উপস্থিতিতেই আনিসের ফোন সিল করবে সিট। তার পর তা পাঠাতে হবে ফরেন্সিক পরীক্ষার জন্য হায়দরাবাদে (Hydrabad)।
আরও পড়ুন:
আদালত জানিয়েছে, আনিসের ফোনের সমস্ত তথ্য সংরক্ষণ করবে সিএফএসএল। তথ্য বিশ্লেষণ করে দিতে হবে সিট ও মামলাকারীদের। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
উল্লেখ্য, পুলিশের হাতে আনিসের মোবাইল ফোন দেওয়া হলে তার তথ্য বিকৃত করা হতে পারে বলে আশঙ্কা করছিলেন আনিসের পরিবারের সদস্যরা। তাই জেলা জজের উপস্থিতিতেই তথ্য বিশ্লেষণ হবে বলে জানাল আদালত।
একইসঙ্গে এই মামলায় ধৃতদের টি আই প্যারেডের নির্দেশও দেওয়া হয়েছে। ২ সপ্তাহের মধ্যে সিটকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আদালত। ময়নাতদন্তের রিপোর্ট দেওয়া হবে পরিবারকেও।