পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee) রক্ষাকবচের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার ডিভিশন বেঞ্চ জানায়, সিবিআই চাইলে এখন পার্থকে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে। ঘটনাচক্রে, সিবিআই(CBI) শুক্রবারই পার্থকে দ্বিতীয়বার হাজিরা দিতে বলেছে নিজাম প্যালেসে(Nizam Palace)।
পার্থের জন্য রক্ষাকবচ চেয়ে শুক্রবারই আদালতে যান তাঁর আইনজীবিরা। আদালতকে(Calcutta High Court) তাঁরা জানান, পার্থের বিরুদ্ধে যাতে কোনও কড়া পদক্ষেপ না নেওয়া হয়। একইসঙ্গে, আদালতের কাছে আইনজীবিদের আবেদন ছিল, সিবিআই যেন পার্থকে(Calcutta High Court Division Bench) হেফাজতেও না নেয়। কিন্তু শুক্রবার দুপুরে ডিভিশন বেঞ্চ সেই আর্জি খারিজ করে দেয়।
প্রসঙ্গত, এর আগে পার্থকে(Partha Chatterjee) হেফাজতে নিয়ে জেরা করার পরামর্শ দিয়েছিল হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের(Abhijit Ganguly) একক বেঞ্চ। সেই রায়ের বিরুদ্ধেই ডিভিশন বেঞ্চে যান পার্থ। যান সুপ্রিম কোর্টেও। শুক্রবারের রায়ের পর পার্থের সিবিআই দফতরে(CBI Office) হাজির হওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে।
এর আগেও শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সিবিআই দফতরে হাজির হয়েছিলেন পার্থ(Partha Chatterjee)। তাঁকে সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তার পর নিজাম প্যালেস থেকে সোজা বাড়ি ফিরে এসেছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।