গরুপাচার কাণ্ডের তদন্তে এবার অনুব্রত ও তাঁর মেয়ে সুকন্যাকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে ইডি। দিল্লিতে কেন্দ্রীয় এজেন্সি সূত্রে এই ইঙ্গিত দেওয়া হয়েছে। এই সপ্তাহেই হয়তো এই ব্যাপারে সুকন্যাকে তলব করা হবে। সেই কারণে ইতিমধ্যেই সুকন্যা মণ্ডলকে দিল্লিতে আসার জন্য তৈরি থাকতে বলা হয়েছে। এরআগেও ওই মামলার তদন্তে হাজিরা দিতে দিল্লি গিয়েছিলেন সুকন্যা। তাঁকে বেশ কয়েকবার জেরা করেছিল ইডি।
আদালতের নির্দেশে অনুব্রত মণ্ডলকে ইতিমধ্যেই দিল্লিতে নিয়ে গিয়েছে ইডি। গত কয়েকদিন ধরে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে দফায় দফায় জেরা করা হয়েছে। ওয়াকিবহাল মহলের দাবি, অনুব্রত থেকে এই সংক্রান্ত মামলায় খুব বেশি তথ্য পেয়েছে, তা এখনও জোর গলায় দাবি করতে পারেনি ইডি। বেশির ভাগ সময়ই ইডি কর্তাদের প্রশ্ন এড়িয়ে গিয়েছে অনুব্রত। তাই হয়তো সুকন্যাকে দিল্লি ডেকে অন্য পরিকল্পনার কথাই ইডি কর্তারা ভাবছেন বলেই দাবি।
শুধু সুকন্যা নন, এই মামলায় আর বেশ কয়েকজনকে তলব করা হতে পারে বলেও খবর। এরমধ্যে রয়েছেন অনুব্রত ঘনিষ্ঠ মণীশ কোঠারি, রাজীব ভট্টাচার্যের মতো নামও।