বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ব্যাটিং বিপর্যয় দেখে অসুস্থ হয়ে পড়েন মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা ষাটোর্ধ্ব সুকুমার বন্দ্যোপাধ্যায়। অধিনায়ক রোহিত শর্মা আউট হতেই দরদর করে ঘামতে শুরু করেন তিনি৷ বিরাট কোহলি আউট হওয়ার পর অজ্ঞান হয়ে যান। অবস্থা দেখে বেলডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সুকুমারবাবুকে। সেখানেই তাঁর মৃত্যু হয়।
এলাকায় ক্রিকেটপ্রেমী হিসাবে পরিচিত ছিলেন সুকুমারবাবু৷ নিজেও দীর্ঘদিন জড়িত ছিলেন ক্রিকেটের সঙ্গে৷ তাঁর স্ত্রী গীতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গত কয়েকদিন ধরে দিনরাত বিশ্বকাপ ফাইনাল নিয়েই কথা বলছিলেন সুকুমার৷ রবিবার পরিজনদের সঙ্গে নিয়ে ম্যাচ দেখতে বসেছিলেন। কিন্তু রোহিত আউট হতেই অসুস্থ বোধ করতে থাকেন তিনি। অস্বাভাবিক ভাবে ঘামতে থাকেন। বিরাট আউট হতেই জ্ঞান হারান। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাঁকে।
স্থানীয় বাসিন্দা প্রবীর সাহার কথায়, "সুকুমারবাবু ছিলেন আদ্যন্ত ক্রিকেট পাগল মানুষ। পাড়ার ক্রিকেট থেকে আর্ন্তজাতিক ক্রিকেট- বাইশ গজই ছিল তাঁর জীবন।"