আজ রাজ্যজুড়ে পালিত হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি । বেলুড় মঠে বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছে । শ্রী রামকৃষ্ণদেবের ১৮৮ তম জন্মতিথি উপলক্ষে সেজে উঠেছে কামারপুকুরও । উৎসব উপলক্ষে বহু ভক্তের সমাগম হবে । বুধ ও বৃহস্পতিবারও উৎসবের রেশ থাকবে ।
প্রতিবছরের মতো এবছরেও বেলুড়মঠে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে দিনটি । ভোর থেকেই থেকেই শুরু হয়ে গিয়েছে আচার-অনুষ্ঠান । এদিন বেলুড়মঠে, ভোর ৪.৩০টেয় মঙ্গলারতি, বেদপাঠ এবং স্তবগান হয়েছে । ভোর ৫.৩০-এ শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে ও মঠ প্রাঙ্গনে ঊষা-কীর্তনের ব্যবস্থা করা হয়েছে । এরপর মন্দিরে সকাল ৭টা নাগাদ হয়েছে বিশেষ পুজো ও হোম । এরপর শ্রী শ্রী রামকৃষ্ণবন্দনা ও শ্রী রামকৃষ্ণ কথামৃতপাঠ ইত্যাদি অনুষ্ঠান রয়েছে । এছাড়া, ভজন ধর্মসভারও আয়োজন করা হয়েছে । অন্যদিকে কামারপুকুরে ভোর ৪টে নাগাদ সানাইয়ের সুরে উৎসবের শুরু হয়েছে । প্রতিবারের মতো মঙ্গলারতি, বেদপাঠ, স্তবগানের পর শোভাযাত্রাও হবে ।
বেলুড়মঠে শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে ভক্তদের জন্য প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে । জানা গিয়েছে, বেলা ১১টা থেকে ২টো পর্যন্ত মা সারদা সদাব্রত ভবনে প্রসাদ বিতরণ হবে । অন্যদিকে, কামারপুকুরে ১০.৩০ নাগাদ প্রসাদ বিতরণ করা হবে । দুই জায়গায় সন্ধ্যারতির ব্যবস্থা রয়েছে ।