বুধবার সকালে ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদে (Murshidabad Road Accident) । বাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির । বাস উল্টে গিয়ে আহত হয়েছেন প্রায় ১৫ জন যাত্রী । আহতদের ডোমকল হাসপাতালে (Domkol Hospital) নিয়ে যাওয়া হয়েছে । তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক । বুধবার দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল সংলগ্ন নাজিরপুর ।
জানা গিয়েছে, সকাল ৭টা নাগাদ জলঙ্গি থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল বেসরকারি বাসটি । অন্যদিকে, ইসলামপুর থেকে জলঙ্গি যাচ্ছিলেন বাইক আরোহী । সেইসময় জলঙ্গি-বহরমপুর রাজ্য সড়কের উপর মুখোমুখি সংঘর্ষ হয় বাস ও বাইকের । বাইক চালককে বাঁচাতে গিয়ে নয়ানজুলিতে উল্টে যায় বাসটি । বাসের ভিতরে আটকে পড়েন যাত্রীরা । স্থানীয়রা ছুটে যান । খবর দেওয়া হয় থানায় । স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগায় । পরে ঘটনাস্থলে পুলিশ আসে । কোনওরকমে বাসটি সোজা করে আটকে থাকা যাত্রীদের বের করা হয় ।
ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় । জানা গিয়েছে, তিনি বাসের খালাসি । অন্যান্যদের গুরুতর আহত অবস্থায় ডোমকল হাসপাতালে ভর্তি করা হয়েছে । দুর্ঘটনার জেরে রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয় । পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয় ।