সপ্তম দফার ভোটগ্রহণ শেষ হতেই এক যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমনকি মৃত্যু নিশ্চিত করতে তাঁকে কোপানো হয় বলেও অভিযোগ। মাথা কেটে নেওয়া হয়। মৃত ওই যুবকের নাম হাফিজুর শেখ। তিনি নদিয়ার কালীগঞ্জের পচা চাঁদপুর রেললাইন পাড়ার বাসিন্দা। বাড়ির কাছেই শনিবার রাতে খুন করা হয় তাঁকে। হাফিজুরের স্ত্রীর দাবি, তাঁর স্বামী CPIM করতেন। আর সেকারণে খুন করেছে তৃণমূল কংগ্রেস।
এদিকে খুনের পর পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দেহ আটকে রাখেন নিহতের পরিজনরা। তাঁদের অভিযোগ, অভিযুক্তদের ধরতে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যদিও পুলিশের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
হাফিজুর CPIM করতেন বলে তাঁর স্ত্রী সখী বিবি দাবি করলেও তাঁর এক ভাই জয়নুদ্দিন মোল্লার দাবি সম্প্রতি BJP-তে যোগ দিয়েছিলেন নিহত যুবক। আর সেকারণে খুন হতে হয় হাফিজুরকে। জয়নুদ্দিনের এই দাবিতে শিলমোহর দিয়েছেন বিজেপি নদিয়া উত্তর সাংগঠনিক জেলা সভাপতি অর্জুন বিশ্বাস।
তবে এই খুনের সঙ্গে রাজনৈতিক যোগ অস্বীকার করেছে পুলিশ। তাদের দাবি, ব্যক্তিগত শত্রুতার জেরেই খুন হতে হয়েছে হাফিজুরকে। ঘটনার তদন্ত করছে পুলিশ।