অগাস্টে মাসেই ফের ডেঙ্গির (Dengue in West Bengal ) বাড়বাড়ন্ত । সাম্প্রতিক পরিসংখ্যান অনন্ত সেরকমই বলছে । এ মাসেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ১০ হাজার মতো বেড়েছে । ডেঙ্গির এই পরিসংখ্যান রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছেন স্বাস্থ্যকর্তাদের ।
জানা গিয়েছে, জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৩৩৬৯। কিন্তু, অগাস্টে তা বেড়ে হয়েছে ১৩ হাজারের বেশি ।
আরও পড়ুন, West Bengal Weather Update : ভরসা 'পাসিং শাওয়ার', ভ্যাপসা গরম নিয়ে ফিরছে ভাদ্র
রিপোর্ট অনুযায়ী, জানুয়ারি থেকে ২২ অগস্ট পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হন ১০ হাজার ৯০ জন । সব থেকে বেশি সংক্রমণ ছড়ায় ৩৩ ও ৩৪তম সপ্তাহে । সোমবার পর্যন্ত সেই সংখ্যা বেড়ে হয়েছে ১৩৬৫০। রিপোর্ট অনুযায়ী, গতবারের তুলনায় এবছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেক বেশি ।
চিকিৎসকদের আশঙ্কা, ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আরও বাড়বে । ভারী বৃষ্টি না হওয়ার জন্যই এমনটা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । দেখা গিয়েছে, গত বছরও অগাস্ট মাসেই ডেঙ্গির বাড়বাড়ন্ত ছিল । এবারও তাই, বলতে গেলে এবার আরও বেশি ।