পাকিস্তানি নাগরিক কাজ করছে ভারতীয় সেনায়। তাও আবার এরাজ্যের ব্যারাকপুরে কর্মরত তাঁরা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন হুগলির বাসিন্দা বিষ্ণু চৌধুরি।
মঙ্গলবার ওই মামলার শুনানির হয় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। বিচারপতির মন্তব্য, এই অভিযোগ অত্যন্ত গুরুতর এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI, এর সঙ্গে জড়িত থাকতে পারে। এই মামলায় কেন্দ্রীয় সরকার, এবং সিবিআইকে যুক্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি)-কেও যুক্ত করার জন্যও তিনি জানিয়েছেন। তবে আপাতত এই অভিযোগ খতিয়ে দেখবে CID।
বিষ্ণু চৌধুরি আদালতে জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনীতে একাধিক পাকিস্তানি নাগরিক চাকরি পাচ্ছেন। বর্তমানে ব্যারাকপুর সেনা ছাউনিতেও দুজন কর্মরত রয়েছেন। তাঁদের নাম জয়কান্ত কুমার এবং প্রদ্যুম্ন কুমার।
তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সকলে চাকরি পাচ্ছে। এর সঙ্গে প্রভাবশালী ব্যক্তি, পুলিশ, রাজনৈতিক নেতা এবং স্থানীয় পুরসভাও জড়িত রয়েছে। একাধিক নথি জাল করে সেনাবাহিনীর চাকরিতে যোগদান করছে তারা।