পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়া শেষ হয়েছে বৃহস্পতিবারই । যদিও, শুক্রবারও হাইকোর্টের নির্দেশে বেশ কয়েকটি জায়গায় মনোনয়ন জমা দেওয়ার কাজ চলেছে । এবার পঞ্চায়েতে কত মনোনয়ন জমা পড়েছে, তৃণমূল, বিজেপি, নাকি সিপিএম, কংগ্রেস কারা বেশি মনোনয়ন জমা দিয়েছে ? ইতিমধ্যেই সেই সংক্রান্ত একটি রিপোর্ট হাতে পেয়েছে রাজ্য নির্বাচন কমিশন । সেখানে দেখা গিয়েছে, শুক্রবার দুপুর পর্যন্ত, সবথেকে বেশি মনোনয়ন জমা পড়েছে তৃণমূলের । দ্বিতীয় স্থানে বিজেপি । যদিও মনোনয়নের প্রথম দিকে, তৃণমূল অনেকটাই পিছিয়ে ছিল । নির্বাচন কমিশনের হিসেব বলছে, দু'দিনের মধ্যে লাফিয়ে বেড়েছে তৃণমূলের মনোনয়ন ।
রিপোর্ট অনুযায়ী, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ মিলিয়ে রাজ্যে মোট ৭৩,৮৮৭ আসন । তৃণমূলের মনোনয়ন জমা পড়েছে ৮৫,৮১৭ । অর্থাৎ মোট আসনের থেকে ১২ হাজার বেশি । শেষ দু’দিনে তৃণমূল জমা দিয়েছে ৭৬,৪৮৯টি মনোনয়ন । দ্বিতীয় স্থানে বিজেপির ৫৬,৩২১টি মনোনয়ন জমা পড়েছে । সেখানে সিপিএম ৪৮,৬৪৬, কংগ্রেস ১৭,৭৫০। মোট নির্দল প্রার্থী ১৬,২৯৩ । দুপুরের হিসেব অনুযায়ী, সব মিলিয়ে আপাতত মোট মনোনয়ন জমা পড়েছে ২,৩৬,৪৬৪টি ।
বসিরহাটের ৬০ জন বিজেপি প্রার্থী শুক্রবারও মনোনয়ন পত্র জমা দিতে পারবেন বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই হিসেবে এদিনও মনোনয়ন জমা পড়েছে । সেক্ষেত্রে বিজেপির সংখ্যাটা বাড়তে পারে । শনিবার হবে মনোনয়নের স্ক্রুটিনি, ২০ জুন আবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন । অনেকে মনোনয়ন বাতিলও করে দিতে পারেন । তাই শেষ পর্যন্ত কত মনোনয়ন জমা পড়ল, তা জানা যাবে ২০ জুনের পরই ।