বাংলার রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাসে মঙ্গলবার নজিরবিহীন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এই প্রথম কোনও মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ করা হল। মেয়েকে বেআইনি ভাবে চাকরিতে নিয়োগের অভিযোগ উঠেছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Adhikari) বিরুদ্ধে। সেই মামলার শুনানিতে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় সিবিআই তদন্তের (CBI Probe) নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে মন্ত্রিসভা থেকে পরেশকে সরিয়ে দিতে রাজ্যপাল জগদীপ ধনখড় এবং মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সুপারিশ করেছেন। কিন্তু যাঁকে কেন্দ্র করে এই বির্তক সেই পরেশ অধিকারীর দাবি, সিবিআই নির্দেশ সম্পর্কে তিনি বিন্দুবিসর্গ জানেন না। কারণ, তিনি গোটা দিনই উত্তরবঙ্গে ছিলেন। তবে জানা গিয়েছে, আদালতের নির্দেশ মানতে রাতেই ট্রেন ধরে কলকাতায় আসছেন শিক্ষা প্রতিমন্ত্রী। মঙ্গলবার রাত আটটায় সিবিআই দফতরে তাঁকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল আদালত। জানা গিয়েছে, প্রায় ওই সময় কলকাতা আসার জন্য ট্রেনে উঠেছেন পরেশ অধিকারী। সঙ্গে রয়েছে তাঁর মেয়ে অঙ্কিতাও।
পরেশবাবুর মেয়ে অঙ্কিতা মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা। মেয়েকে বেআইনি ভাবে শিক্ষিকার চাকরি পাইয়ে দিয়েছেন, এই মর্মে পরেশবাবুর বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়েছে। সেই মামলায় আদালত নির্দেশ দিয়েছে, তদন্তের স্বার্থে পরেশবাবুকে মঙ্গলবার রাত আটটায় সিবিআই-এর কাছে হাজিরা দিতে হবে। এছাড়া আদালত রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছে, এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে পরেশবাবুকে যেন মন্ত্রিত্বের পদ থেকে সরানো হয়।
আরও পড়ুন: যাদবপুরে বৃদ্ধের রহস্যমৃত্যু, পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য
যদিও আদালতের এই নির্দেশের পরেও মঙ্গলবার দিনভর পরেশবাবুকে মেখলিগঞ্জে দলীয় মিছিলের আয়োজনে ব্যস্ত থাকতে দেখা গেল। এদিন সেখানে পেট্রল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস একটি মিছিলের আয়োজন করেছিল। পরেশবাবু ছিলেন সেই মিছিলের অন্যতম উদ্যোক্তা। আদালতের নির্দেশ নিয়ে সংবাদমাধ্যম পরেশবাবুকে প্রশ্ন করলে তিনি বলেন,‘‘আমি কিছুই জানি না। সারা দিন তো এখানেই রয়েছি।’’