আর নীরবতা নয়। এবার তিনি মুখ খুলবেন। অন্তত, ঘনিষ্ঠদের কাছে এমন ইঙ্গিতই দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে হাজিরা দেওয়ার সময় এমন কথাই পার্থ বলেছেন বলে জানাচ্ছে সূত্র। পার্থ'র কথা অনুযায়ী, তিনি যত বেশি চুপ করে থাকছেন, ততই পরিস্থিতি তাঁর নাগালের বাইরে চলে যাচ্ছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় আদালত চত্বরে পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতির পর থেকেই 'ঘটনা'র ছড়াছড়ি! প্রথমে তাঁর উদ্দেশে 'চোর চোর' বলে রব। তারপর তাঁর মুখে বিরোধী দলের তিনজন নেতার নাম এবং তারপর ঘনিষ্ঠদের কাছে পার্থ'র এই স্বীকারোক্তি যেন একটা বৃত্ত সম্পূর্ণ করল।
যদিও, এই অভিযোগ একযোগে উড়িয়ে দিয়েছে বাম ও বিজেপি। মেদিনীপুরের সাংসদ এবং বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের পাল্টা দাবি, পার্থ চট্টোপাধ্যায় পাগলের প্রলাপ বকছেন। এই অভিযোগ যদি প্রমাণ হয়, তাহলে তিনি জেল খাটবেন বলেও জানিয়েছেন দিলীপ ঘোষ।