নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার তাঁকেই নিশানা করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। নিয়মবহির্ভূত ভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে বিদ্ধ পার্থ চট্টোপাধ্যায়কে নাম না করেই বিচারপতি বসুর নিশানা, 'চাকরি কারও ‘পৈতৃক সম্পত্তি’ নয়'। এর আগে আদালতে দাঁড়িয়ে এক শিক্ষিকা স্বীকার করেছিলেন, পার্থ চট্টোপাধ্যায়ের সুপারিশে তার চাকরি হয়েছিল। এই প্রসঙ্গেই, বিচারপতি বসু জানান, কমিশনকে নিজেদের ক্ষমতা প্রয়োগ করে ওই শিক্ষিকার চাকরির সুপারিশ বাতিল করতে হবে।
এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক সামনে আসছে হেভিওয়েটদের নাম। উল্লেখ্য, আদালতের নির্দেশে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে গত বছর ২২ জুলাই নাকতলার বাড়ি থেকে রাজ্যের তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় এজেন্সি ইডি। তারপর থেকে ইডির হেফাজতেই রয়েছেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব।