প্রেসিডেন্সি সংশোধনাগারের গ্রন্থাগারে বাগ্দেবীর আরাধনার (Sarswati Puja 2023) আয়োজন চলছে জোরকদমে । বিচারাধীন এবং সাজাপ্রাপ্ত বন্দিরা ওই পুজো করেন । এ বার সরস্বতী পুজোয় অঞ্জলি দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), মানিক ভট্টাচার্য (Manik Bhattacharjee)-সহ বাকি শিক্ষা কর্তারা । কিন্তু, জেল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁদের সেই ইচ্ছা পূরণ করা সম্ভব হচ্ছে না । তবে, পুজোর বিশেষ ভোগ পাবেন তাঁরা ।
জেল কর্তৃপক্ষের দাবি, শিক্ষা কর্তাদের নিরাপত্তার কথা ভেবেই তারা অঞ্জলি দেওয়া ইচ্ছা বাতিল করেছেন । জানা গিয়েছে,পার্থদের উপরে অধিকাংশ সহবন্দিই ক্ষুব্ধ । পুজোর সময়ে প্রায় চারহাজার বর্গফুটের গ্রন্থাগারে সকলে একসঙ্গে অঞ্জলি দেবে জেল হেফাজতে থাকা বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দি । সেখানে পার্থ-সহ শিক্ষাকর্তাদের নিয়ে যাওয়া অনেকটাই ঝুঁকির হয়ে যেতে পারে বলে মনে করছে জেল কর্তৃপক্ষ । সরস্বতী পুজো উপলক্ষে সংশোধনাগারে বিশেষ খাবার থাকছে । সকালের মেনুতে লুচি-বোঁদে, দুপুরে আলু-ফুলকপি-মটরশুঁটি দিয়ে খিচুড়ি এবং পাঁচমিশালি তরকারি । আর রাতে রুটির সঙ্গে ছোলার ডাল ও বাঁধাকপির তরকারি । অঞ্জলি না দিতে পারলেও এই বিশেষ মেনুর স্বাদ নিতে পারবেন শিক্ষাকর্তারা ।
আরও পড়ুন, West Bengal Weather Update: সরস্বতী পুজোয় ঝড়বে ঘাম , লাফিয়ে বাড়ছে তাপমাত্রা
উল্লেখ্য, দুর্গাপুজোর পঞ্চমীতে সংশোধনাগারের পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে চেয়েছিলেন পার্থ । তবে, সেবারও অনুমতি মেলেনি । এবার সরস্বতী পুজোতেও জেলের চার দেওয়ালের মধ্যে থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে । একই অবস্থা মানিক, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিংহ,অশোক সাহা ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়েরও ।