রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। তারপরেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, বান্ধবী অর্পিতাক মুখোপাধ্যায়কে পুরভোটে টিকিট দিতে চেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু তাতে রাজি হননি জ্যোতিপ্রিয় মল্লিক।
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাজ্যের প্রায় ১০০টির বেশি পুরসভায় নির্বাচন হয়েছিল। জানা গিয়েছে, নির্বাচনের সময় কামারহাটি পুরসভার একটি ওয়ার্ড থেকে অর্পিতাকে প্রার্থী করতে চেয়েছিলেন তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ভোটে লড়ার জন্য কামারহাটি পুরসভা এলাকার ভোটারও করা হয়েছিল অর্পিতাকে। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক তাতে রাজি হননি। তাঁর অনিচ্ছাতেই শেষ পর্যন্ত নির্বাচনে লড়তে পারেননি অর্পিতা।
পুর নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে ওই বছরেও জেলায় বেশ গোলমাল তৈরি হয়। যদিও সেসময় জ্যোতিপ্রিয় জানতে পারেন, কামারহাটি পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে এক অভিনেত্রীর হয়ে স্থানীয় নেতৃত্বকে টিকিটের কথা বলেছেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু তাতে বালু বেঁকে বসেন। শীর্ষ নেতৃত্বকে জানিয়ে দেন, বহিরাগতকে প্রার্থী করলে ফল ভালো হবে না। বালুর মতামতকে মান্যতা দেয় দলের শীর্ষ নেতৃত্ব।