Chittaranjan Seva Sadan : বয়ানে অসঙ্গতি, সরকারি হাসপাতালে প্রসূতিকে মারধরের অভিযোগের ঘটনায় ঘনাচ্ছে রহস্য

Updated : Aug 31, 2023 09:40
|
Editorji News Desk

সরকারি হাসপাতালে প্রসূতিকে (Patient Allegedly Beaten) নিগ্রহের অভিযোগ । এসএনসিইউ-তে (SNCU) রাখা সন্তানকে দুধ খাইয়ে ফেরার সময় ওই মহিলাকে হাসপাতালের ছাদে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ । তাঁর শরীরের একাধিক জায়গায় রয়েছে আঘাতে চিহ্ন । ওই মহিলা এখন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন । তাঁকে মারধরের ঘটনা ঘটেছে চিত্তরঞ্জন সেবাসদনে (Chittaranjan Seva Sadan) । কিন্তু, সূত্রের খবর ইতিমধ্যে বয়ান বদলেছেন ওই মহিলা । জানিয়েছেন, তাঁকে মারধর করা হয়নি । পড়ে গিয়ে তাঁর আঘাত লাগে । আর এই ঘটনাকে কেন্দ্র করে রহস্য ক্রমশ ঘনাচ্ছে ।

জানা গিয়েছে, ওই মহিলার বয়ানে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে । কখনও বলছেন তাঁকে পিছন থেকে মেরেছে, কখনও বলছেন কপালে মাথা ঠুকে দিয়েছেন । প্রথমে দুইজন দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ তুললেও, পরে তিনি জানান, তাদের শনাক্ত করতে পারবেন না । আবার জানান, তাঁকে মারধর করা হয়নি, পড়ে গিয়ে আঘাত লাগে । ওই মহিলার ঘন ঘন বয়ান বদল সন্দেহ তৈরি করছে পুলিশের মনে । শুধু তাই নয়, চিত্তরঞ্জন থেকে এসএসকেএম-এ আসার সময় সঙ্গে মহিলার মা ছিলেন । কিন্তু, এসএসকেএম-এ পৌঁছতেই তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি ।

আরও পড়ুন, Mamata Banerjee : রাজবংশীদের নিয়ে তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে, টুইটে বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
 

এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, মহিলার সিটিস্ক্যানের রিপোর্টে মস্তিষ্কে কোন‌ও আঘাতের চিহ্ন নেই । তবে, তাঁর কপালে
, মাথার পিছনের দিকে এবং শরীরের আরও বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে । অন্যদিকে, চিত্তরঞ্জন সেবা সদনের স্ত্রীরোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন, পরীক্ষা করে দেখা গিয়েছে যৌন নির্যাতনের কোনও চিহ্ন নেই । হাসপাতালের তরফে এও জানানো হয়েছে, তাঁরা সিসিটিভি ফুটেজ দেখেছেন । কিন্তু, ওই দুই ব্যক্তিকে চিহ্নিত করা যায়নি । পুলিশকে ফুটেজ দেওয়া হয়েছে । তাঁরাই বিষয়টি খতিয়ে দেখছেন ।

উল্লেখ্য, দিন কয়েক আগে চিত্তরঞ্জন সেবা সদনে কন্যাসন্তানের জন্ম দেন ওই মহিলা । তাঁর অভিযোগ, এসএনসিইউ-তে রাখা হয়েছিল মেয়েকে । সেখানেই তাঁকে দুধ খাওয়াতে গিয়েছিলেন তিনি । কিন্তু ফেরার পথে তাঁকে দুইজন লোক ছাদে ডেকে নিয়ে যায় । তারপর তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ । কিন্তু, ওই দুই ব্যক্তিকে তিনি চেনেন না বলেই দাবি করেছেন । পরে যদিও বয়ান বদলে ফেলেন ওই মহিলা । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।    

SSKM hospital

Recommended For You

editorji | লোকাল

Kanchan Mullick : বিধানসভায় বিল কাণ্ড, বিধায়ক কাঞ্চনের সন্তান জন্মের খরচ ৬ লাখ ! হইচই সাদা বাড়ি-তে

editorji | লোকাল

Royal Bengal Tiger : পড়ে রইল টোপ ! গালে হাত দিয়ে বাঘিনীর অপেক্ষায় বান্দোয়ান

editorji | লোকাল

Royal Bengal Tiger : পাতা ফাঁদে পা না দিয়ে জেলা বদল, ঝাড়গ্রাম থেকে কোথায় গেল বাঘিনী ?

editorji | লোকাল

Poush Mela 2024 : ৩ দিন নয়, ৬ দিন! মঙ্গলবার থেকে শান্তিনিকেতনে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা

editorji | লোকাল

Local Train Cancel : সামনেই নতুন বছর, এই আবহে হাওড়া শাখায় বাতিল ৬০টি ট্রেন, ৩২ দিন বন্ধ পরিষেবা