দীর্ঘ টালবাহানার পর, অবশেষে আজ থেকেই শুরু হতে চলেছে পৌষ মেলা। এই প্রথমবার সরকারি উদ্যোগে পৌষমেলা হচ্ছে শান্তিনিকেতনে। মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল ১১টায় মেলার ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। প্রায় তিন বছর পর পূর্বপল্লীর মাঠেই হচ্ছে পৌষমেলা। আজ অর্থাৎ ২৪ ডিসেম্বর থেকে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত আগামী ৫ দিন চলবে পৌষমেলা।
Mamata Banerjee : বছর শেষের আগেই লোকসভার প্রচার, জানুয়ারি-ফেব্রুয়ারিতে ফের জেলা সফরে মমতা
ইতিমধ্যেই মেলা ঘিরে উত্তেজনা তুঙ্গে, স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। বুক হতে শুরু করেছে হোটেলগুলিও। পৌষমেলা উপলক্ষে আগামী ২৫, ২৬ এবং ২৭ ডিসেম্বর হাওড়া-রামপুরহাটের মধ্যে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল।