শীত (Winter) পড়ে গিয়েছে । ঠান্ডা ঠান্ডা আমেজে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ছেন অনেকে । আজ আপনারও কি কোথাও যাওয়ার প্ল্যান রয়েছে ? তার আগে জেনে নিন আজ দিল্লি টু কলকাতা, কোথায় কেমন রয়েছে পেট্রল-ডিজেলের (Petrol-Diesel Price) দাম ।
দেশে বেশ কয়েকটি শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol-Diesel Price) দীর্ঘদিন ধরেই অপরিবর্তিত রয়েছে । তবে, কলকাতায় ১০০-উপরে রয়েছে পেট্রলের দাম । আজ, শহরে পেট্রলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা । মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই ও জয়পুরেও ১০০-র উপরে পেট্রল । তবে, বেশ কিছু শহরে ১০০-র নীচে বিক্রি হচ্ছে পেট্রল । কোন কোন শহরে ১০০-নীচে পেট্রল পাওয়া যাচ্ছে আজ, জেনে নেওয়া যাক
এছাড়া, নাগপুর, জম্মু ও হিমাচলেও পেট্রলের দাম ১০০-র নীচে । অন্যদিকে, দিল্লি, ব্যাঙ্গালুরু, এলাহাবাদ, জম্মু, নাগপুরের মতো শহরে ডিজেল ৮০ টাকার নীচে বিক্রি হচ্ছে ।