ডেটিং অ্যাপে প্রেমের ফাঁদ। আর সেই ফাঁদে পা দিলেই চাওয়া হত লক্ষ লক্ষ টাকা মুক্তিপণ। এই ঘটনায় ইতিমধ্যেই এক দম্পতি-সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, ডেটিং অ্যাপে এক তরুণীর সঙ্গে আলাপ হয়েছিল পাটুলির এক যুবকের। রবিবার গল্ফগ্রিন ওই তরুণী একটি ফ্ল্যাটে ডেকে পাঠান যুবককে। এরপর তাঁকে আটকে রাখা হয়, এমনকি তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। এরপর যুবকের পরিবারের কাছে এক লক্ষ টাকা মুক্তিপণও চাওয়া হয়।
যুবকের পরিবার পাটুলি থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে। অভিযুক্ত দু'জন মুক্তিপণ নিতে এলে তাঁদের গ্রেফতার করা হয়। এরপর তাঁদের জিজ্ঞাসাবাদ করে ওই ফ্ল্যাট থেকে আরও দুজনকে গ্রেফতার করে। অপহৃত ওই যুবককেও উদ্ধার করা হয়েছে।