ভাঙড়ের হাতিশালায় আইএসএফ-তৃণমূল সংঘর্ষের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার দিনের ভিডিয়ো ফুটেজ দেখে ওই পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতরা ওই এলাকার তৃণমূল (TMC) কর্মী।
এই ঘটনায় জেলবন্দি রয়েছেন আইএসএফের (ISF) বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ একাধিক আইএসএফ কর্মীরা। এই প্রথম তৃণমূল কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ করল পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন- পা ছুঁয়ে প্রণাম, তারপর আলিঙ্গন, কেশপুরে বঙ্গ রাজনীতিকে অন্য ছবি উপহার অভিষেকের
জানা গিয়েছে, শনিবার রাতে হাতিশালায় পৌঁছয় লেদার কমপ্লেক্স থানার পুলিশ। হাতিশালা, জিরেনগাছা-সহ পার্শ্ববর্তী এলাকা থেকে পাঁচ অভিযুক্তকে আটক করা হয়। এরপর তাঁদের গ্রেফতার করে পুলিশ।