NIA-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারবে না রাজ্য পুলিশ। এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এমনকি পুলিশের দায়ের করা মামলার বৈধতা নিয়েও প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি।
ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে NIA-র তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পুলিশ। অভিযোগ, বিস্ফোরণের ঘটনার তদন্তে গিয়ে মহিলাদের শ্লীলতাহানি করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ওই মামলার তদন্তে আধিকারিকদের বিরুদ্ধে ৩২৫ ধারা যুক্ত করা হয়েছে।
কী নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের?
বুধবার ওই মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA আধিকারিকদের গ্রেফতার করতে পারবে না। অন্যদিকে NIA তদন্তপ্রক্রিয়া চালিয়ে যেতে পারবে বলেও জানিয়ে দিয়েছে আদালত।